বিয়ের আগে কী গোপন করেছিলেন কোহলি, ফাঁস করলেন আনুষ্কা

বিনোদন

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে সবাই এক নামেই চেনে। এ কারণেই বিয়ের আগে একটি বিষয় গোপন করেছিলেন তিনি। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এনেছেন তারই স্ত্রী অভিনেত্রী আনুষ্কা শর্মা। তিনি জানান, বিয়ের আগে ভুয়া নাম ব্যবহার করেছিলেন কোহলি।


বিজ্ঞাপন

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিরাট-অানুষ্কার বিয়ে ছিল চর্চার বিষয়। স্বপ্নের সে বিয়ের অনুষ্ঠান নিয়ে মিডিয়ার যেমন উত্সাহ ছিল, তেমনই সাধারণ দর্শকও প্রিয় তারকাদের বিয়ের খবর জানতে আগ্রহী ছিলেন। সে সময়ই নিজের নাম বদলে ফেলেছিলেন বিরাট।

সম্প্রতি এক সাক্ষাত্কারে অানুষ্কা জানান, নিজেদের বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন তারা। সে কারণে ভুয়ো নাম, ভুয়া পরিচিতি ব্যবহার করেছিলেন।


বিজ্ঞাপন

এই অভিনেত্রী আরও জানান, কেটারিং, বিয়ের ভেনু বুক করার সময় নিজের নাম ‘রাহুল’ বলেছিলেন বিরাট। পরিবার এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু ছাড়া কাউকে জানতে দেননি ইতালিতে কাদের বিয়ে হতে চলেছে।


বিজ্ঞাপন

নিরাপত্তার খাতিরেই তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেও জানান কোহলিপত্নী অানুষ্কা।।

👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *