
নিজস্ব প্রতিনিধি (সিলেট) : এবার সুনামগঞ্জে এক গুদাম থেকেই জব্দ করা হয়েছে সাড়ে ৩৬ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় সেখ নাসির বিড়ির চালান। ওই বিড়ি চোরাচালানে জড়িত সাত চোরাকারির নামে পুরিশ মামলা দায়ের করেছে।

শুক্রবার রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম এমন তথ্য নিশ্চিত করেন। মামলার আসামিরা হলেন, জেলার সদর উপজেলার মোহনপুরের জাকির হোসেন জাভেদ, একই গ্রামের বাবুল মিয়া, গোল আহমদ, শরীফ উদ্দিন, কামরুল হাসান, পৌর শহর সুনামগঞ্জ বড়পাড়ার হাবিবুর রহমান পরশ, বিশ^ম্ভপুরের ধনপুরের সমরাজ মিয়া।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সদর মডেল থানার ওসি মো. রতন সেখ সঙ্গীয় অফিসার্স ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার জয়নগর বাজারের চোরাকারবারিদের গুদামঘর থেকে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত একাধিক খাঁচা ভর্তি ৫ লাখ ০৮ হাজার শলাকা ভারতীয় সেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেন।

জব্দকৃত বিড়ির মুল্যপ্রায় সাড়ে ৩৬ লাখ টাকা।
সদর মডেল থানায় ভারতীয় বিড়ির চালান জব্দ দেখিয়ে সাত চোরাকারবারির নামে বুধবার রাতেই রাতে পুলিশ বাদী হয়ে চোরাচালান তৎসহ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

