বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ও মাদকসহ ১৪ জন আসামী গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


বেনাপোল প্রতিনিধি ঃ যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ গতকাল শুক্রবার ৭ এপ্রিল বেনাপোল থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ১৪ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার হয়েছে গ্রেফতার কৃত আসামিরা যথাক্রমে, মোঃ রানা (২২), পিতা- মোঃহারুনার রশিদ, সাং-বালুন্ডা (উত্তরপাড়া), মোঃ সামছুর রহমান শম্পা (৪৯), পিতা-মৃত তনু মোড়ল, সাং-গাজীপুর (পশ্চিমপাড়া), মোঃ আক্তার হোসেন ৥বুনো আক্তার (২৫), পিতা-মোঃ অহিদুল্লাহ বল্টু, মাতা-মোছাঃ বানেছা বেগম, সাং-সাদিপুর (আস্তানাপাড়া), মোঃ বেল্লাল, পিতা-মোঃ জিয়াউর রহমান, মাতা-সাজেদা বেগম, সাং দৌলতপুর (বিজিবি ক্যাম্পের পার্শ্বে), মোঃ আনিচুর রহমান (৪৫), পিতা-শামসুদ্দীন মোড়ল, গ্রাম-সরবাংহুদা, মোঃ ইনছান আলী, পিতা-মৃত মোসলেম আলী, সাং-গাতীপাড়া, মোছাঃ হনুফা বেগম (৫০), স্বামীঃ সোহরাব হাওলাদার, সাং-ভবেরবেড় (মধ্যপাড়া), মোঃ ময়েন উদ্দিন (১৮), পিতা-মোঃ শুকুর আলী, মাতা-সাজেদা খাতুন, সাং-ভবেরবেড় (সরোয়ার এর বাড়ির পার্শ্বে), মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-আইয়ুব আলী, গ্রাম-ভবেরবেড়, রহমত (৪৮), পিতা-সামসুর রহমান ৥ সন্তোষ, সাং-কাগমারী, আঃ হাকিম (৫৫), পিতা-মৃত আবুল কাশেম, সাং-ছোট আঁচড়া, আসলাম মোল্যা (৩৮) পিং কাদের মোল্যা সাং ভবেররবেড় সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করে।

এছাড়া ২০ পিচ ইয়াবা সহ আসামী আবু বকর সিদ্দিক(২৫).পিং ইউসুফ আলী সাং বড়আচড়া এবং ২৫০ গ্রাম গাজাসহ আসামী এবং মোঃ জাহিদ হাসান (৩৫) পিং ইসমাইল মোড়ল সাং দক্ষিন বারপোতা উভয় থানা বেনাপোলদের
গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *