
নইন আবু নাঈম (শরণখোলা) : সুন্দরবনের জয়মনির শরকির খাল সংলগ্ন স্থানে শনিবার (৩ জানুয়ারি) বিকালে চোরা হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার।

রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ টিম নিয়ে বাঘটি উদ্ধারে অভিযান শুরু করেছে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার জয়মনি এলাকার শরকির খাল পাড়ে সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে।

তিনি আরো বলেন, বাঘটি উদ্ধারের ট্যাংকুলার ব্যবহার করা হবে। ট্যাংকুলাইজার করার পর বাঘটি আধা ঘন্টা অচেতন থাকবে। তখন সেটিকে ফাঁদ থেকে ছাড়ানো হবে। এছাড়া বাঘটি যদি অন্য কোন আঘাতে অসুস্থ হয়ে থাকে তাহলে সেটি উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

