জাকের পার্টি’র  খুলনা মহানগর কাউন্সিল -২০২৩ অনুষ্ঠিত

Uncategorized খুলনা জাতীয় সারাদেশ

পিংকি জাহানারা : আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাকের পার্টির মেয়র প্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে জাকের পার্টি’র  খুলনা মহানগর কাউন্সিল -২০২৩ অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা একটি শক্তিশালী দল।তাদের বিরুদ্ধে ব্যাপক হুঙ্কার দিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন।
৯০ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রের হাত এ দেশ থেকে গুটিয়ে নিতে হবে। শনিবার ৬ মে, দুপুরে হোটেল জেলিকো কনফারেন্স রুমে অনুষ্ঠিত খুলনা মহানগর জাকের পার্টির কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর জাকের পার্টির সভাপতি কে এম ইদ্রিস আলী বিল্টুর সভাপতিত্বে এবং খান আরিফুর রহমান আরিফের সঞ্চালনায়  কাউন্সিলে বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল লতিফ খান( যুবরাজ),, খুলনা জেলা জাকের পার্টির সভাপতি শেখ আনসার আলী,, বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব রেজাউল শেখ,   যশোর সাংগঠনিক বিভাগ ও যশোর জেলা সভাপতি হাজী মহিদুল ইসলাম সাতক্ষীরা জেলা জাকের পার্টির সভাপতি মোর্তজা আল মামুন ( রাজু)। জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, খুলনা সাংগঠনিক বিভাগের সভাপতি এস এম সাব্বির হোসেনসহ খুলনা মহানগর জাকের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *