কুটনৈতিক বিশ্লেষক : পারস্পরিক লাভে ভুটানকে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।

এ বিষয়ে ভুটানের রাজা বলেন, এটা ভালো হয়েছে। রেলওয়ে কানেকটিভিটি প্রসঙ্গে ভুটানের রাজা বলেন, আগামীতে তারা এটা করতে চান।রাজা বলেন, আমি দুইটা চাই। একটা হচ্ছে ভারতের মধ্যে দিয়ে, আরেকটা হচ্ছে আমি ডাইরেক্ট ট্রানজিট চাই। সরাসরি প্রবেশ চাই বাংলাদেশে।
ভুটানের রাজার এ চাওয়াকে সমর্থন জানিয়ে বাংলাদেশের সরকার প্রধান জানিয়েছেন, আমরা এটাকে স্বাগত জানাই। সেজন্য ভারতকে কিছু বলতে হলে আমরা সেটা বলবো। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)

👁️ 8 News Views
