প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : গণসংযোগ আর পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা। ঢাকা উত্তর সিটিতে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনসম্পৃক্ত হয়ে আন্দোলনের ভিত্তি গড়তেই সিটি নির্বাচনে আছে তার দল।
সোমবার সকালে মিরপুরের ৬ নম্বর সেকশন থেকে শুরু হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণা। এতে অংশ নেন দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা।
এসময় বিএনপি প্রার্থীদের ভোট দিলে ঢাকাবাসীর নাগরিক সমস্যা সমাধান হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এদিকে, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক পথসভার মধ্য দিয়ে দিনের প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।
এছাড়া খিলক্ষেত এলাকা থেকে ঢাকা উত্তরের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম প্রচারণা শুরু করেন। এদিকে, খিলগাঁও থেকে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণা শুরুর কথা রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *