না ফেরার দেশে চলে গেলেন শতবর্ষী বৃদ্ধা যদুলাল বাইন

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা)  : আজ শুক্রবার ১৭ জানুয়ারি, বিকেল ৩টায় বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার এর দাদু চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন সুলতানাবাদ ইউনিয়নস্থিত কোয়রকান্দি বায়ান বাড়ীর শতবর্ষী বৃদ্ধা যদুলাল বায়েন (দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)।


বিজ্ঞাপন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ (একশত দশ) বছর। মৃত্যুকালে এক সহোদর ভ্রাতা রঙ্গলাল বাইন এবং মনিন্দ্র চন্দ্র সরকার (৫৭) ও বাবুল চন্দ্র সরকার (৫৪) কে দুই পুত্র ও মনি রাণী সরকার (৪৪) কে এক কন্যা এবং নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

👁️ 36 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *