কুমিল্লার  মুরাদনগরে ধর্ষকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি সনাতনীদের

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে বসত ঘরের দরজা ভেঙ্গে সনাতনী নারীকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণ ও উলঙ্গের ছবি ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

আজ রোববার (২৯ জুন ২০২৫) বিকেল ৫টায় নগরীর রাণীর বাজার রামঠাকুরের আশ্রম থেকে সংখ্যালঘু ঐক্য মোর্চার আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলটি রাণীর বাজার থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।


বিজ্ঞাপন

এ সময় তাঁরা “আমার বোন ধর্ষিতা কেন; প্রশাসন জবাব চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের ফাঁসি দে’, ‘হ্যাং দ্য রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। সনাতনীরা বলেন, ‘প্রত্যেক ধর্ষিত মা-বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচারের জন্য আমরা রাস্তায় নামবো।


বিজ্ঞাপন

সনাতনীরা আরও বলেন, আমাদের দাবি হচ্ছে ওই ধর্ষক ফজর আলীসহ এরসাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয়। আর এটাই যেন হয় এদেশে শেষ ঘটনা। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।

তারা বলেন- প্রতিনিয়ত দেশে এ ধরনের ঘটনা ঘটছে। দেশে বিচারহীনতার সংস্কৃতির জন্যই ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে। আর ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সব সময় চলমান থাকবে।’

ওই প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ সাহা ও কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল দত্ত ও সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু।

এসময় আরও বক্তব্য রাখেন  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার প্রচার সম্পাদক রিংকু ঘোষ প্রমুখ।

👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *