বিস্ময়ের ও বিস্ময় : মুখ, বাহুতে কলম ধরে এসএসসি পরিক্ষায় দিয়ে জিপিএ-৫ পেল যশোর মনিরামপুরের  “জিতুন জিরা”

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্রী যশোর মনিরামপুরের  জিতুন জিরা।


বিজ্ঞাপন

সুমন হোসেন, (যশোর)  :  যশোরের মনিরামপুরের লিতুন জিরা অদম্য স্পৃহা নিয়ে চোয়াল ও বাহুতে কলম ধরে এবার এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেল জিতুন জিরা।

জন্ম থেকেই লিতুন জিরার হাত-পা নেই। ছোটবেলা থেকেই একের পর এক কৃর্তিত্বের সাক্ষর রেখেছেন তিনি। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।


বিজ্ঞাপন

লিতুন জিরা মণিরামপুর উপজেলার সাত নলা খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির মেয়ে। উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার ১০ জুলাই, দুপুরে এসএসসি’র ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত লিতুন জিরার পরিবার। ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জিরা জানান, তিনি আরও ভালোভাবে লেখাপড়া করে একজন ভালো চিকিৎসক হতে চায়।

হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির দুই ছেলে-মেয়ের মধ্যে ছোট লিতুন জিরা। বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। লিতুন জিরা পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা) ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে প্রাথমিকে বৃত্তি লাভ করেন, শ্রেণির সেরা শিক্ষার্থীর পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও রেখেছে চমক জাগানো অবদান।

তার একাগ্রতা আর অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও স্বীকৃতি পেয়েছেন তিনি।

অদম্য ইচ্ছাশক্তিতে বলীয়ান লিতুন জিরা একের পর এক পরীক্ষায় মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। ভবিষ্যতে এই মেধাবী ও লড়াকু সন্তান সমাজের পিছিয়ে পড়া ও আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে।

👁️ 36 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *