
মো: হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান।

এরআগে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৭৯ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও ২৫ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি।

উদ্ধারকৃত মোবাইলের ডিসপ্লে ও খাদ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
