
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার্ল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৮৮/যশোর-৪ আসনের অভয়নগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সদ্য যোগদানকৃত আশীষ কুমার বসু, উপজেলা নির্বাচন অফিসার ও ৮৮/যশোর-৪ আসনের বসুন্দিয়া ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শেখ তানভীর জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান, নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়জুল করিম।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, সহকারী নির্বাচন অফিসার অসীম কুমার পাল, নওয়াপাড়া পৌরসভার প্রতিনিধি সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রাজিবুর রহমান সহ প্রমূখ। সভায় পোস্টর্ল ভোট বিডি এ্যাপস রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

