আখাউড়ায় ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণা শুরু

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চরমোনাই পীর মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি জসিম উদ্দিন।


বিজ্ঞাপন

আখাউড়া পৌরশহরের সড়কবাজার এলাকায় প্রার্থী মুফতি জসিম উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ‘হাতপাখা’ মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সবার দোয়া কামনা করেন।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আখাউড়া শাখার সভাপতি মুসলেম উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি সালাউদ্দিন খোকন, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোয়াজ্জেম হোসেন অবিদ প্রমুখ।


বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রার্থী মুফতি জসিম উদ্দিন বলেন, “আমরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি। তরুণ ভোটারসহ সাধারণ মানুষ আমাদের উৎসাহ দিচ্ছেন। তরুণদের আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। এখন মানুষ শান্তির প্রতীক ‘হাতপাখা’র মাধ্যমে দেশের পরিবর্তন দেখতে চায়। আমরা ইসলামের পক্ষে পরিবর্তনের ডাক নিয়ে মাঠে নেমেছি।”


বিজ্ঞাপন

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পেয়েছেন মুফতি জসিম উদ্দিন।

👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *