আশুগঞ্জে সালাম খান হত্যাকাণ্ড : একজনের যাবজ্জীবন 

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি মো. ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় দেন।


বিজ্ঞাপন

আদালত একইসঙ্গে মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। হত্যাকাণ্ডের ১১ বছরের বেশি সময় পর এ রায় হলো।

তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল মিয়া জামিন নিয়ে পলাতক আছেন। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না।


বিজ্ঞাপন

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবীরপাড়ার সালাম খানকে ডেকে নিয়ে যান ইকবাল। আশুগঞ্জ গোলচত্বর এলাকায় তাকে হত্যা করে পাশের একটি রাইস মিলের কাছে ফেলে রেখে যান।


বিজ্ঞাপন

এ ঘটনায় সালাম খানের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেন। আশুগঞ্জ থানা পুলিশ ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলার অপর তিন আসামি জাহানারা বেগম, মো. বাছির মিয়া ও নজরুল মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়া তাদেরকে খালাস দেন আদালত।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান বলেন, ‘আসামি ইকবালের কাছে পাঁচ লাখ টাকা পেতেন সালাম খান। এই টাকা চাওয়ায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *