‎নওয়াপাড়া ভৈরব নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে উৎসুক জনতার উপচে পড়া ভিড়

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিনোদন বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন, (যশোর) :  যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার প্রাণকেন্দ্রে ভৈরব নদীতে বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুক্রবার দুপুর থেকেই তালতলা খেয়াঘাট থেকে শুরু করে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত নদীপথজুড়ে ছিল উৎসবের আমেজ। ঢাকঢোলের তালে, পল্লিগীতির সুরে এবং নৌকার মাঝিদের শ্লোগানে জমে ওঠে হাজারো দর্শনার্থীর সমাগম।


বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টায় শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ৮৮/যশোর-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা শূরা সদস্য মশিউর রহমান এবং বর্তমান উপজেলা আমীর সরদার শরীফ হোসেন।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর জেলা ছাত্রশিবির সভাপতি এম এম আশিকুজ্জামান। সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি আমানুল্লাহ সাদিক।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “আজকের এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ, মানুষের ঢল এবং আপনাদের ভালোবাসা দেখেই স্পষ্ট (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) ৮৮/যশোর-৪ আসনের জনগণ আমাদের প্রতি আস্থা রেখেছেন। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমরা সবাই মিলে পালন করবো।”

‎অন্যান্য অতিথিরা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, নদীভিত্তিক খেলাধুলা সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ‎দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীদের ভিড়ে ভৈরব নদীর দুই তীর যেন পরিণত হয় জাতীয় উৎসবের রূপে।

দেশের ৮ অঞ্চলের ৮টি নৌকার অংশগ্রহণে তিন পর্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টুঙ্গিপাড়ার ‘জয় মা কালি নৌকা’, দ্বিতীয় স্থান অর্জন করে দক্ষিণ বর্ণীর ‘মোবাইল বাচাড়ি নৌকা’, তৃতীয় হয় মাগুরার ‘টাইগার নৌকা’, ‎দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ নওয়াপাড়া বাসীসহ সারাবাংলার দর্শকদের এক অনন্য উৎসবের অভিজ্ঞতা উপহার দেয়। সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় আবেগে ভরপুর স্মরণীয় এই দিনটি স্থানীয়দের মনে দীর্ঘদিন থেকে যাবে।

👁️ 89 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *