আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।


বিজ্ঞাপন

রোববার দুপুরে রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে নিহতের  মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে থানার এসআই শাহআলম সত্যতা নিশ্চিত করে বলেন, ১ নং প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একজন ভবঘুরে ছিলেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

👁️ 84 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *