অভয়নগরে নওয়াপাড়া মহিলা কলেজে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি  :  যশোরের অভয়নগরে নওয়াপাড়া মহিলা কলেজে নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া মহিলা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মাহামুদুল হাসান লিপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমেদ রিপন।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গণি সরদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, অত্র কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল।


বিজ্ঞাপন

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক হেমায়েত হোসেন হিমু এবং রায়হান উদ্দিন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচিতি সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সিরাতুন নবী (সা.) উদযাপন উপলক্ষে হামদ-না’ত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

👁️ 57 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *