
নিজস্ব প্রতিনিধি (গাজীপুর) : গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুহাম্মদ সালাহউদ্দিন আইউবীর হাতে লেখক ও শিক্ষক তৌফিক সুলতানের রচিত বই ‘জ্ঞানের জগৎ’ (World of Knowledge) হস্তান্তর করা হয়েছে। এই বই হস্তান্তর কেবল একটি সৌজন্যমূলক আদান-প্রদান নয়, বরং শিক্ষা, জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশের প্রতি রাজনৈতিক অঙ্গীকারের একটি প্রতীকী প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
বইটি লেখকের দীর্ঘ শিক্ষকতা ও গবেষণালব্ধ অভিজ্ঞতার ফসল, যা শিক্ষার্থী, শিক্ষক ও জ্ঞানসন্ধানীদের জন্য একটি ব্যবহারিক গাইড হিসেবে রচিত। বইটিতে পাঠ্যপুস্তকভিত্তিক পড়াশোনা থেকে শুরু করে বাস্তব জীবনে জ্ঞানের প্রয়োগ পর্যন্ত বিস্তৃত বিষয়বস্তু স্থান পেয়েছে।
বইটির মূল উপজীব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে : · স্মৃতি ধারণ ও পড়া মনে রাখার বৈজ্ঞানিক কৌশল · সাহাবিদের জীবন থেকে শেখা স্মৃতি ও তথ্য যাচাইয়ের শিক্ষা যেখানে ইলম ছিল চরিত্র গঠনের মাধ্যম। · ইসলামি দর্শনে ইলম অর্জন, সংরক্ষণ ও বিতরণের দায়িত্ব · মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে স্মৃতিশক্তি ও মানসিকতা উন্নয়ন · দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ খাদ্যাভ্যাস, জীবনযাপন ও স্মৃতিশক্তির পারস্পরিক সম্পর্ক · গবেষক ও লেখক হিসেবে গড়ে উঠার পর্যায়ক্রমিক নির্দেশিকা · জ্ঞানভিত্তিক পেশা ও হালাল আয়ের সম্ভাবনা
লেখক তৌফিক সুলতান বলেন, “জ্ঞান কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, এটি একটি সামাজিক দায়িত্ব ও আমানত। ‘জ্ঞানের জগৎ’ বইটি লেখার পেছনে মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের সঠিক পদ্ধতি, তা সংরক্ষণের কৌশল এবং জীবনে তার সঠিক প্রয়োগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।”
প্রার্থী সালাহউদ্দিন আইউবী বইটি গ্রহণ করে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “শিক্ষা ও জ্ঞানচর্চা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, এটি সার্বজনীন। এই বইটি কাপাসিয়াসহ সারাদেশের শিক্ষার্থী ও যুবসমাজের জন্য একটি প্রয়োজনীয় সম্পদ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।”
‘জ্ঞানের জগৎ’ বইটি ইতিমধ্যে পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে। বইটি রকমারি ডটকমের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা যাচ্ছে, যেখানে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে। বইটির প্রাসঙ্গিকতা ও সহজবোধ্য ভাষা এটি শিক্ষা সংশ্লিষ্ট সকল শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছে। বইটি হাতে পেতে লিংকে ক্লিক করুন। লিংক : https://www.rokomari.com/book/510635/world-of-knowledge
শিক্ষাবিদদের মতে, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় মুখস্থ নির্ভরতা কাটিয়ে বোধভিত্তিক ও প্রয়োগমুখী জ্ঞান অর্জনে এই ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বইটি রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে একটি টেকসই পরিবর্তনের দিশাও নির্দেশ করে।
👁️ 29 News Views
