৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ সিলেট

মোঃ হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছিলো। আর ২৪ এ স্বাধীনতা রক্ষা হয়েছে।’


বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় দলমত, ধর্ম নির্বিশেষে মানুষ অংশ নেয়। কোনো ভেদাভেদ ছিলো না। ২৪ এও সবাই মিলে নেমেছে। রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে শিশু-বৃদ্ধ সবাই আন্দোলন করেছে।’

তারেক রহমান আরো বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। অতীতে আমরা দেখি অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু এর একটারও বিচার হয় নাই।’


বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মঞ্চে উঠেন তারেক রহমান। সাথে সাথে নেমে মঞ্চের সামনে যারা ছিলেন তাদের সঙ্গে হাত মেলান।
তারেক রহমান ১০টা ৩৪ মিনিট থেকে তিনি বক্তব্য শুরু করে ১৯ মিনিট বক্তব্য রাখেন। সিলেট থেকে শুরু করে একাধিক জনসভায় যোগ দিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছিলো জনসভা চতুর্থ জনসভা।


বিজ্ঞাপন

সরাইল উপজেলার কুট্টাপাড়ার মিনি স্টেডিয়ামে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

জনসভায় খালেদ মাহবুব ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকী, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান, এম এ হান্নান উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। তারেক রহমান জনসভার প্রধান অতিথি ছিলেন।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা জনসভার মাঠে উপস্থিত হতে থাকেন। জেলার নয় উপজেলা থেকেই নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হন। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় পর্যন্ত তারা অপেক্ষা করেন।

তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিডিয়ায় খবর এসেছে কিভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে। আগে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল সেটা করার চেষ্টা করা হচ্ছে। তাই আপনাদেরকে তাহজ্জতের নামাজ আদায় করতে হবে। ফজরের সময় ভোটকেন্দ্রে চলে যেতে হবে।’

তিনি বলেন, ‘আমরা কৃষি কার্ড করতে চাই। আমরা ফ্যামিলি কার্ড করতে চাই। ইমাম-মোয়াজ্জেনদের বেতন দিতে চাই। আমরাসহ জোটের যে প্রার্থী আছে তাদেরকে নির্বাচিত করতে হলে আপনাদেরকে ভোট দিতে হবে।’

তারেক রহমান বলেন, ‘অতীতে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কথা বলার অধিকার চিলো না। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ো আমরা এর জবাব দিতে চাই। এজন্য আপনাদেরকে এক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির মনোনীত জোট প্রার্থীদের নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি হিসেবে ধানের শীষের যত ভাইয়েরা আছে এই মানুষগুলো আন্দোলেনে ছিলো, দেশের গণতান্ত্রিক রাজপথে ছিলো। তাদের জিতিয়ে আনতে হবে। তাহলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা ঠিক হবে, স্কুল মেরামত হবে। তাছাড়া তরুণ সমাজ যে বেকার রয়ে গেছে। ধানের শীষ সরকার গঠন করলে তাদের ট্রেনিং দেয়ার পরিকল্পনা রয়েছে।’

👁️ 50 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *