রমনা উদ্যানে শিশুদের ছবি আঁকার মেলায় রঙিন আনন্দের ছোঁয়া

Uncategorized জাতীয় ঢাকা বিনোদন বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  ঢাকার রমনা উদ্যানে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে বসেছিল শিশু-কিশোরদের এক প্রাণবন্ত ছবি আঁকার মেলা। চার দেয়ালের পাঠশালা ছেড়ে খোলা আকাশের নিচে, সবুজ প্রকৃতির সান্নিধ্যে রঙ-তুলিতে নিজেদের কল্পনার জগৎ ফুটিয়ে তোলে শিশুরা। আনন্দমুখর এই আয়োজনে শিশুদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


বিজ্ঞাপন

চিত্রশিল্পী ও চাইল্ড কাউন্সিলর ফাতেমা আক্তার বৃষ্টি এই মেলার আয়োজন করেন। এ অনুষ্ঠানে অদিতি হিসেবে উপস্থিত ছিলেন আর্টিস্ট আব্দুল মান্নান ও আফসানা ইয়াসমিন আরতি ইন্টারন্যাশনাল চাইল্ড কাউন্সিলর এন্ড রিসার্চার। ফাতেমা আক্তার বৃষ্টি বলেন, “শুধু সিলেবাসভিত্তিক পড়াশোনা নয়, সফল মানুষ হিসেবে গড়ে উঠতে শিশুদের সৃজনশীল চর্চায় দক্ষ করে তোলা জরুরি। ছবি আঁকা এমনই এক শিল্পমাধ্যম, যা শিশুদের মানসিক বিকাশ ও চিন্তার পরিসরকে বিস্তৃত করে।”

তিনি আরও বলেন, ঘরের জানালা দিয়ে আকাশ দেখা আর খোলা মাঠে দাঁড়িয়ে আকাশ দেখার অনুভূতি এক নয়। ঠিক তেমনি বই বা টিভিতে দেখা দৃশ্য আর প্রকৃতিকে সামনে রেখে আঁকা ছবির মধ্যেও রয়েছে বিশাল পার্থক্য। প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যেই রমনা উদ্যানে এই ছবি আঁকার মেলার আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন

মেলায় শিশুরা রমনার প্রকৃতির নানান রূপ তাদের আঁকায় তুলে ধরে। ভিন্ন ভিন্ন গাছের বৈচিত্র্য, অতিথি পাখির উড়ে চলা, শীতের নরম রোদে আলো-ছায়ার খেলা, শিশিরভেজা ফুল, প্রজাপতি, পাখি ও ঘাসফড়িং—সবই ধরা পড়ে তাদের ক্যানভাসে।


বিজ্ঞাপন

“বর্ণ আট একাডেমি”-এর প্রায় ত্রিশজন শিক্ষার্থী এই মেলায় অংশ নেয়। কেউ জলরঙে, কেউ প্যাস্টেল রঙে, আবার কেউ পেন্সিল স্কেচে তাদের অনুভূতি প্রকাশ করে।

দিনশেষে আয়োজিত চিত্রাঙ্কন কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন দেশের স্বনামধন্য চিত্রশিল্পী আব্দুল মান্নান। তাঁর সাবলীল, বাস্তবধর্মী ও মননশীল চিত্রকর্মের জন্য তিনি দেশ-বিদেশে সুপরিচিত। এই আয়োজন শিশুদের সৃজনশীল বিকাশে। অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ককে করেছে আরও গভীর ও প্রাণবন্ত।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *