ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী শিক্ষাঙ্গন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : বাংলাদেশের ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, যেখানে পেশাদার মেন্টরশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে ফটোগ্রাফি-প্রেমীদের উৎসাহিত এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে ছবি তোলাকে অনুপ্রাণিত করা হবে।


বিজ্ঞাপন

এই অংশীদারিত্বের আওতায় অপো রেনো১৫ সিরিজ ফাইভজির ‘অ্যাকাডেমিক পার্টনার’ হিসেবে কাজ করবে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট।

তারা দেশব্যাপী যৌথভাবে ‘এভরি শট টেলস এ স্টোরি’ থিমে একটি উদ্যোগ পরিচালনা করবে। এর মাধ্যমে ফটোগ্রাফারদের মোবাইল ফটোগ্রাফির সাহায্যে গল্প খুঁজে পেতে উৎসাহিত করা হবে; যেন উন্নত স্মার্টফোন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকেও আকর্ষণীয় ভিজ্যুয়াল গল্পে রূপান্তর করা যায়।


বিজ্ঞাপন

এই অংশীদারিত্বের অংশ হিসেবে অপো ও পাঠশালা দেশজুড়ে একসাথে বিভিন্ন ফটোগ্রাফি ক্যাম্পেইন ও প্রতিযোগিতার আয়োজন করবে। এই উদ্যোগগুলো ফটোগ্রাফিতে উৎসাহীদের তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরা, চারপাশের প্রকৃত গল্পগুলো ক্যামেরাবন্দি করা এবং জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভের সুযোগ করে দেবে। নির্বাচিত অংশগ্রহণকারী ও বিজয়ীরা পাঠশালার অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ, পেশাদার মূল্যায়ন ও সার্টিফিকেট পাবেন।


বিজ্ঞাপন

এছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলে নানাধরণের ফটোগ্রাফি ওয়ার্কশপ বা কর্মশালা পরিচালনা করা হবে। এই কর্মশালাগুলো মোবাইল ফটোগ্রাফি কৌশল, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, কম্পোজিশন, নৈতিক চর্চা ও ক্রিয়েটিভ এক্সপ্রেশনের ওপর গুরুত্বারোপ করবে।

কর্মশালাগুলো সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত হবে যেন ব্যাকগ্রাউন্ড ও কমিউনিটি নির্বিশেষে সকল শিক্ষার্থী ও উদীয়মান ফটোগ্রাফাররা এতে সহজেই এতে অংশ নিতে পারেন।

এই অংশীতারিত্বের বিষয়ে অপো বাংলাদেশের একজন মুখপাত্র জানান যে, এই উদ্যোগটি উদ্ভাবন, সৃজনশীলতা ও তরুণদের ক্ষমতায়নের প্রতি অপোর দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন। ওই মুখপাত্র বলেন, “অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে আমরা মোবাইল ফটোগ্রাফির সীমানাকে আরও প্রসারিত করছি।

পাঠশালার সাথে এই অংশীদারিত্ব আমাদের ইমেজিং প্রযুক্তির সাথে অ্যাকাডেমিক এক্সিলেন্সের সমন্বয় ঘটানোর সুযোগ করে দিয়েছে, যা তরুণ নির্মাতাদের প্রতিটি ফ্রেমের মাধ্যমে অর্থবহ গল্প বলতে আরও সক্ষম করে তুলবে।”

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিনিধিরা এই অংশীদারিত্বের বিষয়ে যথেষ্ট উদ্দীপনা প্রকাশ করেছেন। তারা সৃজনশীল শিক্ষার সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ফটোগ্রাফি মানে কেবল ছবি তোলা নয়; এটি গল্প বলা, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গিরও বিষয়। এই অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী ফটোগ্রাফারদের অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মতো শক্তিশালী টুল ব্যবহার করার পাশাপাশি, পেশাদার নির্দেশনার মাধ্যমে শেখা ও বিকশিত হওয়ার সুযোগ করে দেবে।”

অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্নত হার্ডওয়্যার ও ইন্টেলিজেন্ট ইমেজিং ফিচারের সমন্বয়ে মোবাইল ফটোগ্রাফিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা ডিটেইল সেলফ-পোট্রেট তুলতে সক্ষম।

এতে আরও রয়েছে ৩.৫X টেলিফটো ভাইব পোট্রেট, যা বিষয়ের গভীরতা ও ফোকাস নিখুঁতভাবে ফুটিয়ে তোলে; একইসাথে এর এআই পোট্রেট গ্লো, যা ত্বকের স্বাভাবিক টেক্সচার ঠিক রেখে ইন্টেলিজেন্টভাবে স্কিন টোন ও লাইটিং উন্নত করে। এই ফিচারগুলো ব্যবহারকারীদের সাবলীল ও নিখুঁত পোট্রেট ও সিনেমাটিক দৃশ্য ধারণ করতে সহায়তা করে।

বাস্তবমুখী ক্যাম্পেইন ও কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রতিদিনের জীবন, সাংস্কৃতিক বৈচিত্র্য, মানুষের আবেগ ও বাংলাদেশের না বলা গল্পগুলো একত্রিত করতে উৎসাহিত করা হবে। এর ফলে মোবাইল ফটোগ্রাফি হয়ে উঠবে অনুভূতি প্রকাশের এক শক্তিশালী মাধ্যম।

এই অংশীদারিত্ব প্রযুক্তির সাথে সৃজনশীল শিক্ষার সেতুবন্ধন তৈরিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা উদ্ভাবনের মাধ্যমে আত্মপ্রকাশের সুযোগ করে দেওয়ার পাশাপাশি, বাংলাদেশের সৃজনশীল ইকোসিস্টেম জোরদারে অপোর লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। আগামী দিনগুলোতে অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে আসন্ন ক্যাম্পেইন, প্রতিযোগিতা ও কর্মশালার সময়সূচী ঘোষণা করবে।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *