জামাত মানুষের ভাগ্যের পরিবর্তনে এ রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন চায়

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো : আব্দুল্লাহ, (ঝিকরগাছা)  :   জুলাইয়ের প্রতি শ্রদ্ধা থাকলে দাঁড়িপাল্লায়ও হ্যাঁ-এর পক্ষে ভোট দিবেন। যারা রাষ্ট্রের অসংগতি নিয়ে পরিবর্তন চাই। যারা রাষ্ট্রের সংস্কার চাই। যারা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। যারা এ রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন চাই।


বিজ্ঞাপন

তারা হ্যাঁ- এর পক্ষে ও দাড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন। আর যারা পরিবর্তন চায় না, যারা স্বৈরাচার শাসক হতে চান, সন্ত্রাসী, চাঁদাবাজের রাজ্য তৈরি করে তাদের আধিপত্য বিস্তার করতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না। তারা না-এর পক্ষে ভোট দিবে। কারণ তাদের জুলাই যোদ্ধাদের প্রতি কোন শ্রদ্ধা ভালোবাসা-দায়বদ্ধতা নেই। শুধু তারাই না এর পক্ষে ভোট দিবে। তারা এই রাষ্ট্রটের নায়ককে আবারো শেখ হাসিনার মত স্বৈরাচার সরকার করতে উৎসাহী।

মঙ্গলবার(২৭শে জানুয়ারি) সকালে যশোর ঈদগা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমিরে জামাত ডঃ শফিকুর রহমান এসব কথা বলেন।


বিজ্ঞাপন

ডঃ শফিকুর রহমান আরো বলেন, পলাতক শেখ হাসিনা সরকারের মত আবারও কিছু অশুভ চক্র বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে কুরুচিপূর্ণ নেতিবাচক ও মিথ্যা তথ্য প্রচার-প্রচারণা চালাচ্ছে। তবে এসব মিথ্যাচার করে কোন লাভ হবে না। দেশের মানুষ এখন অনেক সচেতন। ভুলভাল বুঝিয়ে মানুষকে বিপথগামী করা যাবে না। পতিত সরকারের সন্ত্রাস চাঁদাবাজরা যে পথে গেছে তাদেরকেও সেই পথে যেতে হবে। মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে। নিজের নিজ্যতা আদায় করতে শিখেছে। প্রয়োজনে মানুষ আবারও রাস্তায় নামবে।


বিজ্ঞাপন

তবে কোনো অশুভ শক্তির হাতে রাষ্ট্রকে তুলে দেবে না। ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত মানুষ অপেক্ষা করবেন। আগামি ১২ ই ফেব্রুয়ারিতে মানুষের আশা-আকাঙ্ক্ষা ব্যালটের মাধ্যমে বাস্তবায়ন করবে।

জনগণ যদি আমাদেরকে ব্যালটের মাধ্যমে জয়ী করেন। আমরা এই রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্রের রূপান্তর করব। এখানে কোন ধর্ম বর্ণের বিভেদ থাকবে না। মানুষে মানুষে বৈষম্য থাকবে না। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করব।

তিনি আরো বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় গেলে মানুষ যেমন খুশি, তেমন পোশাক পরত পারবে না। আমরা বলি কথাটা সঠিক না। যে কেউ শালীনতার সাথে যেকোনো পোশাক পরিচ্ছেদ পরতে পারবেন। কাউকে জোর করে পোশাক পরানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজ নয়। একটি অশুভ চক্র বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, প্রোপাগান্ডা ছড়াচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে।

এর আগে যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা। খুলনা বিভাগের আগে যশোর জেলার অবস্থান। অথচ এই জেলায় দীর্ঘদিনের মানুষের দাবীর পরও সিটি কর্পোরেশন হয়নি। এমনকি এ জেলায় কৃষি বিপ্লব ঘটেছে।

এখানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রয়োজন ছিল। কিন্তু আজও পর্যন্ত জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের কাছে এই যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশন ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান তিনি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, যশোর ১ আসনের মাওলানা আজিজুর রহমান, দুই আসনের ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ, ৩ আসনের আব্দুল কাদের, ৪ আসনের অধ্যাপক গোলাম রসুল, ৫ আসনের গাজী এনামুল হক, ৬ আসনের মুক্তার আলী সংসদ সদস্য পদপ্রার্থী সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে আমিরের জামাত ডঃ শফিকুর রহমান যশোরে ছয়টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দেন।

👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *