
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। মঙ্গলবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি-হিলি রাস্তার নাকুরগাছি ইক্ষু ক্রয় কেন্দ্রে জয়পুরহাট-২০ বিজিবি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লতিফুল বারী বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি ভোটের পরিবেশ রক্ষা ও জনসাধারনের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশ
অনুযায়ী বাহিনীটি সকল প্রকার রাজনৈতিক প্রভাবের বাহিরে অবস্থান করবে। একইসঙ্গে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল রাজনৈতিক দল ও প্রার্থীকে ভোটের মাঠে সমান সুযোগে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। জয়পুরহাটের ০২টি আসনে ২৪’প্লাটুন ৫শ’অধিক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে জানান বিজিবির এ কর্মকর্তা।

এসময় ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোঃ ইমরান হোসেন ও পাঁচবিবি বিজিবির স্পেশালে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ এনামুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

