সুনামগঞ্জের জাদুকাটার তীর কেটে খনিজ বালি চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতা পাথ্থর মোতালেব সহ ১৪ জনের নামে মামলা

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) :  সীমান্ত নদী জাদুকাটায় ইজারাবহি:ভুর্ত নদীর তীর (পাড়) কেটে খনিজ বালি চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতা পাথ্থর মোতালেব সহ ১৪ জনের নামে মামলা সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা হয়েছে চুরি করা খনিজ বালি বোঝাই ষ্টিল বডি ট্রলার।


বিজ্ঞাপন

মামলার আসামিরা হলেন, উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী ছড়ার পাড় গ্রামের আওয়ামী লীগ নেতা (একাধিক মামলার আসামি) এক সময়ের পান দোকানদার আব্দুল মোতালেব ওরফে পাথ্থর মোতালেব,ঢালারপাড় গ্রামের ভুট্রু, লাউগড়ের শফিকুল, জব্বার, জাঙ্গালহাটির ফারুক, কলাগাঁও সীমান্ত গ্রামের (একাধিক মামলার আসামি) হাবিবুর রহমান হাবি সর্দার সহ অজ্ঞাত নামা ৭ থেকে ৮ জন।

ওই মামলায় পতিত আওয়ামী সরকারের আমলে ও বর্তমান অন্ত:বর্তীকালীন সরকারে সময়েও রাষ্ট্রীয় সম্পদ লুপাটকারি সেই ১১০ কোটি টাকা খনিজ বালি, পাথর, বোল্ডার লুটের মূল হোতা আব্দুল মোতালেব ওরফে পাথ্থর মোতালেবের নামে একাধিক মামলা রয়েছে।


বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাবিকুল হাসান রাসেল জানান, পরিবেশধ্বংসী অবৈধ ড্রেজার, সেইভ মেশিনে ইজারাকৃত কিংবা ইজারাবহি:র্ভুত এলাকায় জাদুকাটায় ও ইজারাবিহিন,মাহারাম,পাটলাই নদীর তীর (পাড়) কেটে খনিজ বালি পাথর চুরিতে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গেল রবিবার (২৫ জানুয়ারি) রাতে খনিজ বালি বোঝাই ষ্টিল বডি ট্রলার জব্দ দেখিয়ে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় ওই মামলাটি দায়ের করেন।


বিজ্ঞাপন

মামলা সুত্রে জানা যায়, উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী ছড়ার পাড়গ্রামের আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি আব্দুল মোতালেব ওরফে পাথ্থর মোতালেবের মদদে অভিযুক্ত আসামিরা সংঘবদ্ধ হয়ে রবিবার বিকেলে সীমান্ত নদী জাদুকাটার ইজারাবহি:র্ভুত এলাকায় বরাবরের মতই নদীর তীর (পাড় কেটে) খনিজ বালি চুরি চুরি করে ষ্টিল বডি ট্রলারে বোঝাই করে।

এরপর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বালি বোঝাই ইঞ্জিনযুক্ত ট্রলারটি জব্দ করে গেল রবিবার রাতেই পুলিশ বাদী হয়ে পালিয়ে যাওয়া খনিজ বালি চুরিতে জড়িত ১৪ বালি চোরের নামে থানায় মামলা দায়ের করেন।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *