অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাধ্যমে উদঘাটিত হলো অপহরণ মামলার। শ্রীপুর থানার মামলা নং 11 তারিখ 04/11/2017 খ্রিস্টাব্দ ধারা 364 /385 /109 পেনাল কোড এর তদন্তকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন পুলিশ পরিদর্শক সিআইডি গাজীপুর। মামলার এজাহারনামীয় আসামি আজিজুল ওরফে আইজুল 21 পিতা ছফুর উদ্দিন বাবুচি মাতা আনোয়ারা বেগম গ্রাম গিলাচালা থানা শ্রীপুর জেলা গাজীপুর জিজ্ঞাসাবাদে জানান যে গত 11 10 2017 তারিখ রাত 10 টা হইতে এগারোটার মধ্যে শ্রীপুর থানাধীন ধুপখোলা চকলেট ফ্যাক্টরি পিছনে অপর আসামি ইকবালের সহযোগিতায় ভিকটিম সোলায়মানের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পলাতক আসামী ইকবাল ভিকটিম সোলায়মানের লাশ গুম করে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


বিজ্ঞাপন
👁️ 25 News Views