নড়াইলের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন নবাগত ডিসি

সারাদেশ

 

মো:রফিকুল ইসলাম : নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান নড়াইলের দর্শনীয় স্থানগুলো যেমন সুলতান সংগ্রহশালা,হাটবাড়িয়া পার্ক,চিত্রাপাড়ের বাঁধাঘাট সহ বিভিন্য দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে জেলার দর্শনীয় ও ইতিহাস সম্বলিত স্থানগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:ফখরুল হাসান,নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো:জাহিদ হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
নড়াইল প্রাচীন ইতিহাসের স্বাক্ষ্যবহন করে চলেছে’ বলে মন্তব্য করে এ সময় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,প্রাচীন ইতিহাসের স্বাক্ষ্য বহন করে চলেছে তৎকালীন জমিদারদের নির্মিত চিত্রাপাড়ের বাঁধাঘাট,হাটবাড়িয়া জমিদার বাড়ি। সরকারি অর্থায়নে হাটবাড়িয়া জমিদার বাড়িতে পার্ক নির্মাণ করা হচ্ছে।
পার্কে বেড়াতে আসা দর্শনার্থীরা নির্মল আনন্দ ভোগ করতে পারবেন।
প্রখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানের বাসভবনে তৈরি সুলতান সংগ্রহশালা নতুন প্রজন্মের চিত্রশিল্পীদের অনুপ্রাণিত করবে।
দর্শনীয় এসব স্থানগুলো সংরক্ষণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।


বিজ্ঞাপন
👁️ 20 News Views