পারলেন না ভারতীয় কোনো নায়িকা

অন্যান্য আন্তর্জাতিক এইমাত্র বিনোদন

বিনোদন ডেস্ক : তালিকার শীর্ষে রয়েছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। তবে এবারে এই তালিকায় নেই বলিউডের কোনো অভিনেত্রী। ২০১৬ সালে এই তালিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি ছিলেন ১০ নম্বরে।


বিজ্ঞাপন

এরপর আর তার দেখা মেলেনি। কামব্যাক করতে পারলেন না দীপিকা ফোর্বসের জরিপে সর্বোচ্চ আয়ের তালিকায়। দীর্ঘদিন বিদেশি ছবিতে অভিনয় করলেও পারিশ্রমিকের পরিমাণ অতটাও বাড়াতে পারলেন না প্রিয়ঙ্কা চোপড়াও।

সম্প্রতি ২০১৮-য় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকা প্রকাশ করল ফোর্বস। দীপিকা, প্রিয়ঙ্কা তো বটেই, সে তালিকায় নেই কোনও ভারতীয় নায়িকাই। আর এখানে শীর্ষে স্কারলেট।


বিজ্ঞাপন

একাধারে অভিনেত্রী এবং গায়িকা স্কারলেটের পারিশ্রমিক সবচেয়ে বেশি ৫ কোটি ৬০ লক্ষ ডলার অর্থাৎ ৪০০ কোটি ৪৭ লক্ষ টাকা।


বিজ্ঞাপন

তারপরেই আছেন সোফিয়া ভারগারা। মার্কিন-কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়ার পারিশ্রমিক ৪ কোটি ৪১ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩১৫ কোটি ৩৭ লক্ষ টাকা।

তিন নম্বরে আছেন রিসে উইদারসপুন। ফোর্বসের এই তালিকায় বেশির ভাগই মার্কিন অভিনেত্রী। রিসেও তাই। তার পারিশ্রমিক ৩ কোটি ৫০ লক্ষ ডলার বা ২৫০ কোটি ২৯ লক্ষ ৩৫ হাজার টাকা।

👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *