নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশের প্রথম মাংকিপক্স রোগী বিএসএমএমইউ এ সনাক্ত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
সবাই সাবধানে থাকুন,হাত মুখ পরিস্কার রাখুন।জ্বর,কাশি,র্যাশ হলে ডাক্তারের শরনাপন্ন হউন।এ ব্যাধি নিরাময় যোগ্য।পালিত পশু পাখি কিংবা বন্যপ্রাণী সাবধানে হ্যান্ডেল করুন
দেশের সীমান্ত এবং আন্তর্জাতিক বন্দরগুলোতে ইতিমধ্যেই সতকর্তা জারি রয়েছে।স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
করোনার মতো মাংকিপক্স প্রতিরোধে সবার সচেতনতা কাম্য।

👁️ 10 News Views
