ডেডো পরিবারে চাঁপাই বাগানের আম!

Uncategorized অন্যান্য

মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী ঃ খুশী বন্টনে বাড়ে! ডেডো টীমেরও বেড়েছে। গতকাল শুক্রবার ডেডো ক্লাবের আয়োজনে। চাঁপাই থেকে বিশুদ্ধ আম সংগ্রহ করে দপ্তরের সর্বস্তরের সদস্যকে দেয়া হয়েছে।

ক’দিন আগে দোকান থেকে কেনা হিমসাগর খাবার পর গলায় ধরে। নাম, রঙ, রুপ, রস, সুবাস সবই সুন্দর, মিষ্টতায়ও সুস্বাদু ছিল। যে’কজন খেয়েছে সবাই অশ্বস্তিতে। হিমসাগরের এমন অগ্নিরুপে হতভম্ব। খোঁজ পড়ে বিশুদ্ধ আমের।

বললাম “সবাই মিলে খাবো, ক্লাব থেকে সবাইকে দাও!”
সদর এআরও হাসান নেমে পড়ল। চাঁপাইয়ের চাষী সোহেল ও মেহেদীকে ধন্যবাদ।

চাপ নিয়েছে এআরও মনি হাসান। উপভোগ্য করেছে জেডি আরিফুল ইসলাম , ডিডি কামরুল হাসান, এডি নাজমুল ও আল-আমীন সহ ডেডোর সবাই। নবগঠিত ডেডো ক্লাবও ধন্যবাদার্হ।


বিজ্ঞাপন
👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *