বীর মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম.পি’র “সাহসের প্রতীক পদ্মা সেতু” গ্রহণ

Uncategorized অন্যান্য

মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী ঃ বীর মুক্তিযোদ্ধা ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম.পি’র “সাহসের প্রতীক পদ্মা সেতু” গ্রহণ করলেন। একজন মুক্তিযোদ্ধার দর্শন আমার আজন্ম পয়মন্ত।

আব্বার কঠিন সংগ্রামের দিনগুলো স্মরণ করায়। গতকাল শুক্রবার ১ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কাটনস্থ আমাদের নূরনগর জামে মসজিদে জুমা’র নামাযে অংশ নেন। আমরা তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১২’র ভোটার।

প্রসঙ্গত, সর্ববৃহৎ কলেবরে “সাহসের প্রতীক পদ্মা সেতু” বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রকাশিত! সত্তুর জন লেখক এতে লিখেছেন। এর দীর্ঘতম লেখা “বণিক স্বপ্নের বর্ণিল অনুবাদ পদ্মা সেতু”। বইটির সম্মাননা পর্ষদেও কাজ করেছি। সবার দোয়া কামনা করছি।পদ্মা সেতুর দাম্ভিক গৌরব বিশ্বজয়ী হয়ে বিকিরিত হোক!
পদ্মা কাবু হবে, বণিকের মান ভাঙবে,
ফসলে গোলা ভরবে, নববধু মেহেদি রাঙবে।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *