পাকিস্তান আর্মির হেলিকপ্টার ক্র্যাশ, ৬ জন নিখোঁজ

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক প্রতিবেদক ঃ গতকাল সোমবার ১ আগস্ট পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্যা দূর্গতদের মাঝে রিলিফ কার্যক্রম পরিদর্শন করার সময় পাকিস্তান আর্মি এভিয়েশনের একটি হেলিকপ্টার ( Eurocopter AS350) এটিসির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তখন থেকে এই হেলিকপ্টারের কোন হদিস পাওয়া যায়নি।

এই হেলিকপ্টারে সর্বমোট ৬ জন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন যাদের মধ্যে ছিলেন, ১২ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শরফরাজ আলী টিবিটি, ব্রিগেডিয়ার ( Promoted to Maj Gen) আমজাদ হানিফ। তারা উক্তস্হানে হেলিকপ্টারে রিলিফ কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন। এছাড়াও ছিলেন মেজর সাঈদ, মেজর তালহা,ব্রিগেডিয়ার খালিদ, নায়েক মুদাস্সির।

ধারণা করা হচ্ছে তাদের বহনকারী হেলিকপ্টারটি ক্র্যাশ করেছে। ক্র্যাশ সাইট ডিটেক্ট ও রেসকিউ করতে আরেকটি উদ্ধারকারী দল পাঠিয়েছে পাকিস্তান আর্মি। তবে এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন
👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *