নড়াইলের আঞ্চলিক ভাষায় কবিতা,লেখক ইঞ্জিঃ মোঃখশরুল আলম পলাশ,কান ধরিছি ভাই

Uncategorized সাহিত্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
কবিতা-কান ধরিছি ভাই।
তুলোরামপুর হাটে যাইয়ে
আনিছি কিনে এক জোন,
এতো খাতের করতিছি
তাও পাচ্ছিনে তার মোন।

কাছারীতি বিছেন দিছি
দিছি নেটের মোশোরি,
ল্যাপ খেতা চাদোর দিছি
তোষক মুটা বাহারী।

ডিপির পানি জগ ভইরে
কাঁচের গিলাশ মগ,
তারপরেও তার দিনডা ভইরে
রাগেতে বগবগ।
তিন অক্তো ভাত আর সালোন
সন্দেয় পিয়েজি- চপ,
এহন বোলে তার লাগবে টিবি
দেখতি বিশ্বকাপ।

পুঁই-পোল্টি- বাগুন-পাঙ্গাশ
খায়না ত্যালাপুয়া,
মুটা চালি চলবেনা তার
ডাইলও লাগবে ভুনা।

ওরে খুদা বাঁচাওদিন
খমা অইরে দেও,
দিন গিলি তার ৬০০ টাহা
পান-বিড়িও নেও!

কিষেন নাকি জামোই আনলাম
বুঝতি পাত্তিছিনে,
এতো জম্মের জ্বালায় পলাম
লাট সাহেবরে আইনে!

কান ধরিছি আর কোনোদিন
কিষেন কেনবোনা,
নিজিগের কাজ নিজিরাই করবো
নাইতো-লের ফসলই বোনবোনা।


বিজ্ঞাপন
👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *