পটুয়াখালীর দুমকিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দিনভর কোরআন পাঠ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় দিনভর কোরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

পটুয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া ও কোরআনখানি অনুষ্ঠিত হয় দুমকি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে লেবুখালী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায়। এর মধ্যে রয়েছে লেবুখালী বায়তুল আমান হাফেজী মাদ্রাসা, লেবুখালী সুফিয়া খাতুন মহিলা হাফেজী মাদ্রাসা এবং লেবুখালী দারুল কোরআন হাফেজী মাদ্রাসা।


বিজ্ঞাপন

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বিএনপি নেতা মতিউর রহমান দিপু, মো. ফোরকান হাওলাদার, মো কবির শরিফ মো : সুমন শরিফ আলিউল হাওলাদার, সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।


বিজ্ঞাপন

এ সময় নেতারা বলেন, দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখব।

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *