মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসের শ্রদ্ধা

Uncategorized জাতীয়



নিজস্ব প্রতিবেদক ঃ ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল সোমবার (১৭ এপ্রিল) সকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ধানমন্ডি ৩২ নম্বরস্থ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নেতৃবৃন্দের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *