যশোরের বসুনিয়ায় টিচার্স এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : যশোর সদরের বসুন্দিয়ায় আজ  শুক্রবার ২৮ সেপ্টেম্বর,  বিকাল ৫টায় ‘বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

বসুন্দিয়ার বৃহত্তম শিক্ষা সহায়ক সংগঠন ‘বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশন’ সভাপতি জগন্নাথপুর এ,কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল আহসান বাবলু’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

মহামারী করোনার কারণে স্থগিত এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা চলমান ২০২৩ সালে আবারও শুরু হবে বলে সভা শেষে নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন

বিগত সময়ে চতুর্থ ও সপ্তম শ্রেণিকে বৃত্তির আওতায় রাখা হলেও এবছর থেকে প্রাথমিকে চতুর্থ ও পঞ্চম, মাধ্যমিকে সপ্তম এবং অষ্টম শ্রেণিকে বৃত্তি পরীক্ষার আওতায় আনা হয়।


বিজ্ঞাপন

ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বসুন্দিয়ার কিন্ডার গার্টেন স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসহ প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মুহাঃ আক্তারুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ নাজিম উদ্দীন, মোঃ মাসুদুর রহমান, রোজী ইসলাম, হারুনর রশীদ, নজরুল ইসলাম খান, মোঃ মতিয়ার রহমান, মোঃ রবিউল ইসলাম, মাওলানা শাহ আলম, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, শিক্ষক মোঃ কবির হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আমিরুল ইসলাম সহ সকল শিক্ষক নেতৃবৃন্দ।

👁️ 9 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *