নড়াইলের হাওয়াইখালী সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

Uncategorized কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইল টু ঢাকা মহাসড়কের হাওয়াইখালী সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম নড়াইলের কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।


বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের পরিবার জানায়,নাঈম শেখ শুক্রবার সকালে তার চাচাবাড়ি নড়াইল থেকে মোটরসাইকেলে ঈশানগাতী গ্রামে যাচ্ছিল।

পথিমধ্যে হাওয়াইখালী সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দেয়।


বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলেই কিশোর নাঈম মারা যায়। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন জানান,সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাঈম শেখ নিহত হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *