পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে ২৪ জুন বিকাল ৩ট ৩০ ঘটিকার সময় উপজেলার মেঘপাল আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ আবুবকর সিদ্দিক(১১) নামে এক কিশোর,বাড়ির পাশের একটি পুরাতন ছাগলের ঘরের আরার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ওই কিশোরের পরিবার সুত্রে জানা গেছে , সন্তান দীর্ঘদিন যাবৎ মানুষিক রোগে ভূগিতেছিল। কিশোর আবুবকর উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র।
এ বিষয় কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

👁️ 13 News Views
