মহিষ খোচার তিস্তা নদীতে ভেসে আসা সেই মেয়েটির যার হাতে লেখা ছিলো আই লাভ ইউ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

আব্দুস সামাদ (লালমনিরহাট) :  পরিচয় পাওয়া গেছে ভেসে আসা মেয়েটির লাশ। কিছুক্ষণ আগে মেয়েটির পরিবারের সাথে কথা হয় এর পর যাবতীয় ছবি ও ভিডিও দিলে তারা সনাক্ত করে মেয়েটিকে।মৃত মেয়েটির নাম জোসনা এসএসসি পরীক্ষার্থী ২০২৫।


বিজ্ঞাপন

স্বামী জাহিদ স্বামীর বাড়ি চাপানি ডিমলা, নীলফামারী মেয়ের পিতা জহর আলী ১৯ দিন আগে বিয়ে হয়েছে জোসনার। তার পর চাচাতো বোনের বিয়ে খেতে স্বামীর বাড়ি থেকে বুধবার বাবার বাড়ি আসে।

এবং ২০/০৯/২০২৪ তারিখ গত শুক্রবার আছরের নামাজের পর নিখোঁজ হয়। কিন্তু পরিবারের লোকজন সন্দেহ করছে বয়ফ্রেন্ড এর সঙ্গে পালিয়েছিলো। মেয়েটির পিতার বাড়ি গ্রাম পূবখড়িবাড়ি ইউনিয়ন টেপাখুড়ীবাড়ী ডিমলা থানা, নীলফামারী।


বিজ্ঞাপন
👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *