নিজস্ব প্রতিবেদক : মাস্ক ও স্যানিটাইজার বিক্রির ক্ষেত্রে যাতে কেউ অতিরিক্ত লাভ করতে না পারে সেদিকে সরকারের বিশেষ নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে দেশে প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন আদালত। সোমবার সকালে করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে সে সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
প্রতিবেদন বিশ্লেষণ করে আদালত বলেছেন, করোনা প্রতিরোধে প্রস্তুতির যথেষ্ট ঘাটতি রয়েছে। পরে বন্দরগুলোতে থার্মাল স্ক্যানার নিশ্চিতসহ মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেয়া হয়।

👁️ 5 News Views
