গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. সাইফুল মজিদ

অর্থনীতি এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ সোমবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩’ এর ধারা ৯ ও ১০(১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।
যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়।
বেশ কিছুদিন থেকে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদটি শূন্য রয়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়ার ফলে শূন্য পদটি পূরণ হচ্ছে।
ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংককে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।
এ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কের মধ্যেই ২০১১ সালের জানুয়ারি মাসে সরকার খন্দকার মোজাম্মেল হককে চেয়ারম্যানের দায়িত্ব দেয়।
এর তিন মাসের মাথায় বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে এমডি পদ থেকে ইউনুসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।
গত বছরের ৮ আগস্ট খন্দকার মোজাম্মেল হক মারা যান।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *