অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকতা  : আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিযুক্ত হলেন বাংলাদেশি সাংবাদিক মো: আল মাসুম খান

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশের সাংবাদিক মো: আল মাসুম খান আন্তর্জাতিক অনলাইন সাংবাদিকদের অভিভাবক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (NPJA)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন।


বিজ্ঞাপন

এই নিয়োগের মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে মনোনীত একমাত্র সাংবাদিক হিসেবে এই আন্তর্জাতিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে অন্তর্ভুক্ত হলেন, যা দেশের সাংবাদিক সমাজের জন্য একটি গর্বের বিষয়।

উল্লেখযোগ্য ভাবে, ২০২৫ সালের ৪ মে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্য সরকার এই সংগঠনকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে, যার মাধ্যমে এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বীকৃত ও বৈধ সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।


বিজ্ঞাপন

বিশ্বব্যাপী অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা ও পেশাগত মানোন্নয়ন সাধনের লক্ষ্যে গঠিত এই সংগঠনটি প্রথম প্রতিষ্ঠিত হয় ২০১০ সালের ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে, যুক্তরাষ্ট্রে প্রবাসী একদল উদ্যমী সাংবাদিকের উদ্যোগে। সংগঠনের প্রধান লক্ষ্য হলো—সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত প্রশিক্ষণ প্রদান, এবং বৈশ্বিক নীতিমালার আলোকে অনলাইন সাংবাদিকতার মান উন্নয়ন।


বিজ্ঞাপন

নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো: আল মাসুম খান বলেন: এই আন্তর্জাতিক দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত। এটি বাংলাদেশের সাংবাদিকদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপনের এক অসাধারণ সুযোগ। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের সম্মানিত সভাপতির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই গুরুদায়িত্বে মনোনীত করার জন্য।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, মানবাধিকার এবং গবেষণার ক্ষেত্রে মো: আল মাসুম খান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এই আন্তর্জাতিক পদোন্নতি বাংলাদেশি সাংবাদিক সমাজের জন্যও একটি ইতিবাচক বার্তা এবং গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *