সাবেক স্বামীর বাসা দখলে বিএনপি ঝালকাঠির নারী নেত্রী !

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

ঝালকাঠিতে বিএনপি নেতৃী কর্তৃক সাবেক স্বামীর বাসা দখলের কিছু খন্ডচিত্র।


বিজ্ঞাপন

 

 

নিজস্ব প্রতিনিধি (ঝালকাঠি) : সাবেক স্বামীর বাসা দখলের অভিযোগ বিএনপি হেভিওয়েট নারী নেত্রী ঝালকাঠির জেবা আমিনা খানের বিরুদ্ধে। এ বিষয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে বেশ কিছু পোষ্ট থেকে জানা যায়, বিএনপির হেভিওয়েট নারী নেত্রী জেবা আমিন খান ঝালকাঠি ২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্ট এর মালিক মোকাররম হোসেন খানকে বিয়ে করেছিলেন জেবা আমিন খান। তবে যাবতীয় রীতি-নীতি অনুযায়ী ডিভোর্সের মাধ্যমে সেই সম্পর্কের ইতি ঘটেছে বছর ছয়েক আগেই।

তবে সম্পর্কের ইতি ঘটলেও মোকাররম হোসেনের বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত বাড়িটির দিকে নজর দিয়েছেন জেবা আমিন খান। পুলিশ, হিজড়া এবং স্থানীয় মাস্তানদের সহায়তায় আজ সেই বাড়িটা দখলে নেয়ার প্রচেষ্টা চালান জেবা আমিন খান।


বিজ্ঞাপন

বর্তমানে কানাডাতে স্ত্রীর সাথে অবকাশ যাপন করছেন মোকাররম হোসেন। এই সুযোগে বাসার গৃহকর্মীদের জিম্মি করে; পুলিশ দিয়ে বাসার দুটি ফ্লোরে তালা লাগিয়ে দেন জেবা আমিন খান।


বিজ্ঞাপন

জানা গেছে, বাসার ভেতরে অনেকগুলো পাখি এবং বিড়াল পালা হয়। খাদ্যের অভাবে অবলা এই প্রাণীগুলোর মৃত্যুর আশংকা দেখা দিয়েছে।

জীবা আমিনা আল গাজী এ প্রতিবেদককে জানান, আমার নামে বাড়ি দখলের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি ১১ বছর যাবত ওই বাড়িতে বসবাস করছি।

ওখানে ছবিতে বাসার তালা ভেঙ্গেছে কারা? তারা তো আমার লোক না। এ বিষয়ে আমি আমার আইনজীবীর সাথে কথা বলে ব্যবস্থা নিবো।

👁️ 137 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *