চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী

জাতীয়

আহমেদ হৃদয় : চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। তিনি বলেন, সারাদেশের মানুষ যখন করোনা ভাইরাস আতংকে দিশেহারা, তাদের প্রতিটি দিন কাটছে আতংকের মধ্যে সমস্ত মানুষ যখন হোম-কোয়ারেন্টাইনে, ঠিক তখনই কিছু কিছু মন্ত্রণালয় জনবল নিয়োগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মানুষ যখন করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে ঘরের বাহিরে বের হতে পারছে না ঠিক তখনি খাদ্য মন্ত্রণালয় ২৭ মার্চ নিয়োগ বিজ্ঞাপ্তি দেয় ৪ এপ্রিল আবেদনের শেষ তারিখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সুরক্ষা সেবা বিভাগ ২৫ মার্চ নিয়োগ বিজ্ঞাপ্তি দেয় আবেদনের শেষ তারিখ ২৬ এপ্রিল, হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় হিসাব ভবন ২৫ মার্চ নিয়োগ বিজ্ঞাপ্তি দেয় আবেদনের শেষ তারিখ ৫ মে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাকরাইল ২২ মার্চ নিয়োগ বিজ্ঞাপ্তি দেয় আবেদনের শেষ তারিখ ২৩ এপ্রিল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ১০ মার্চ নিয়োগ বিজ্ঞাপ্তি দেন আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল, রেলপথ মন্ত্রণালয় ২২ মার্চ নিয়োগ বিজ্ঞাপ্তি দেয় আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল, এই রকম ভাবে বিভিন্ন মন্ত্রণালয় জনবল নিয়োগ এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছেন। করোনা ভাইরাস সংক্রমণ মহামারি থেকে জনগণকে বাচাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণত ছুটি ঘোষণা করেছেন ঠিক সেই সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে জমবল নিয়োগ এর সিদ্ধান্ত রহস্যময়। করোনার মধ্যে যেমন কিছু অসৎ মানুষ গরিব, হতদরিদ্র, অসহায়দের ত্রাণের চাল চুরিতে ব্যস্ত, তেমনি কিছু দূর্নীতিবাজ এই সুযোগে ঠান্ডা মাথায় নিয়োগ বানিজ্য করতে ব্যস্ত হয়ে পড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ দেশের চলমান এই সংকটের সময় সকল মন্ত্রণালয়ের জনবল নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার ঘোষনার দাবি জানাচ্ছি এবং যে সকল মন্ত্রণালয়ের জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান আছে তা বাতিল করে দেশের স্বাভাবিক পরিস্থিতি আসার পর পূনরায় নিয়োগ বিজ্ঞাপ্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। যেন শিক্ষিত বেকার যুবকরা আবেদনের সুযোগ পায়।


বিজ্ঞাপন
👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *