মাদারীপুরের  রাজৈর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (মাদারীপুর)  : মাদারীপুরের রাজৈর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গত মঙ্গলবার ৯ সেপ্টেম্বর,২০২৫ তারিখ সন্ধ্যা ৭:০০টায় পথকলি শিশু বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় রাজৈর প্রেসক্লাবের নব গঠিত কমিটি ঘোষণা করা হয়। জরুরি সাধারণ সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি খোন্দকার আবদুল মতিন।সভা পরিচালনায় ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কাজী নজরুল ইসলাম।


বিজ্ঞাপন

প্রেসক্লাবের মোট ৬১ সদস্যদের মধ্যে ৫০ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।নব গঠিত রাজৈর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক কাজী নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক স্বাধীন সময় পত্রিকার সাংবাদিক নাজমুল কবীর।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন খোন্দকার রুহুল আমিন ( দৈনিক যুগান্তর), সহ-সভাপতি নির্বাচিত হন এফ আর মামুন ( দৈনিক নয়া দিগন্ত), অনাদি কুমার মন্ডল ( এশিয়ান টিভি),এস এম জাকির হোসেন ( দৈনিক অগ্নিশিখা)। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এমদাদুল হক টুটুল বিশ্বাস ( দৈনিক আমার দেশ), শহীদুল আলম টুকু ( জনতার জমিন)।


বিজ্ঞাপন

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাজেদুল ইসলাম শাওন ( দৈনিক নওরোজ), দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী ( আইওয়ান টিভি), কোষাধ্যক্ষ প্রশান্ত কুন্ডু ( ডেইলি ট্রাইব্যুনাল),প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান সোহেল (ঢাকা রিপোর্ট), মহিলা বিষয়ক সম্পাদিকা সাদিয়া সাদি(আমার প্রানের বাংলাদেশ), স্বাংস্কৃতি ও সাহিত্য সম্পাদক মোঃ সোহেল শিকদার (গণকন্ঠ),ধর্ম বিষয়ক সম্পাদক সুজন হোসেন রিফাত (রূপালী বাংলাদেশ),আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ শাহেন শাহ( দৈনিক টেকেরহাট), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সবুজ বালা (দৈনিক সকালের সময়), শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বেগ ( দক্ষিণ বঙ্গ নিউজ)।


বিজ্ঞাপন

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন সুবল মজুমদার ( দৈনিক স্বাধীন সংবাদ),শাহ আলম রাব্বি(সরেজমিন বার্তা), আবুল হাসান ( দৈনিক সন্ধ্যাবানী), রকিবুল হাসান ( স্বাধীন সংবাদ), মোঃ জাহাঙ্গীর হাওলাদার (আইওয়ান টিভি),বাতেনুজ্জামান জুয়েল (প্রভাতী বাংলাদেশ)

👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *