
গণপূর্তের ই/এম বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন ই/এম কারখানা বিভাগে পোস্টিং নেয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তার বস গণপূর্ত অধিদপ্তরের প্রভাবশালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ পদোন্নতি পেয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়েছেন। তিনি গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো : কায়কোবাদ সিন্ডিকেট এর সদস্য।

সেই কারণে ই ,লোভনীয় পদায়ন হিসেবে পরিচিত কারখানা বিভাগে পোস্টিং নিশ্চিত করার জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো : কায়কোবাদ এর পরামর্শে গতকাল মোটা অংকের টাকা নিয়ে হাজির হয়েছিলেন প্রধান প্রকৌশলী শামীম এর দপ্তরে।

কারখানা বিভাগে তার পদায়নের জন্য বিশেষ ভাবে সহযোগিতা করছেন গণপূর্ত অধিদপ্তরের দুর্নীতির বরপুত্র ও আজকে বড় অংকের ঘুষের বিনিময়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পাওয়া মোঃ কায়কোবাদ।
জানাগেছে, কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউসুফকে ঢাকার বাইরে বদলি করায় , এই পদ দখলে উঠে পড়ে লেগেছে তামজিদ। ই/এম বিভাগ-৫ এ দায়িত্ব পালন কালে তামজিদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।
এবিষয়ে গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন এর বক্তব্য জানতে তার মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল রিসিভ না করায় তার কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না।
