
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের দলীয় পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নৈতিক স্খলনের অভিযোগে গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ-এর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এই স্থগিতাদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিটি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত হয়ে গণমাধ্যমে পাঠানো হয়।

