
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মৎস্য খাতের ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন কর্মসূচির আওতায় পুড়াখালি বাওড়ে ৫৫৫.৫৬ কজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

গত ২৯ অক্টোবর বুধবার সকালে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক বিপুল কুমার বসাক।
পুড়াখালী বাওড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নওয়াব আলী সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা মৎস্য অফিসার মোঃ মনিরুল মামুন, অভয়নগর থানা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. লাভলী খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহিদুল ইসলাম।

মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়নে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার লিপটন সরদার। পোনা অবমুক্তকরনের পাশাপাশি স্থায়ীত্বশীল মৎস্য উৎপাদন বিষয়ে বাওড়ের সুফলভোগীদের সাথে উপস্থিত অতিথিবৃন্দ মতবিনিময় করেন।

