বিএনপি’র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

আলমগীর হোসেন, (বেনাপোল)  :  আজ রবিবার  ২ নভেম্নর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

রবিবার আসর নামাজের পর বেনাপোল বাইপাস সড়কের একটি মসজিদে এ দোয়া অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-৮৫/১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে মরহুম তারিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে এতিমখানার শিশুদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ৪নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম;
৩নং বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,  বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক রিপন, আতাউর, রবিউল ও আশরাফুল, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

দোয়া মাহফিলে বক্তারা মরহুম তারিকুল ইসলামের রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

👁️ 147 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *