
বিপ্লব চৌধুরী, (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার এবং দপ্তর সম্পাদক ফরহাদ আলমের নামে হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সাংবাদিক মহল।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক এক যৌথ বিবৃতিতে বলেন, কোনো ধরনের তদন্ত ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তাঁরা অবিলম্বে তিন সাংবাদিককে হয়রানি না করার এবং মামলাটি প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, যা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে জনৈক শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির জমি রেজিস্ট্রিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে উল্লিখিত তিন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। পরে একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় শাহাবুদ্দিনের মেয়ে বাদী হয়ে শ্রীপুর থানায় ওই তিন সাংবাদিকসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন।
সাংবাদিক নেতারা বলেন, “এ ধরনের হয়রানিমূলক মামলা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে। প্রকৃত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।”
