গোপালগঞ্জে ১০ লাখ টাকাসহ ২ জনকে আটক করেছে পুলিশ : নেপথ্যে সরকারি প্রকৌশলী

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইন্স মোড় এলাকায় নিয়মিত তল্লাশি চলাকালীন একটি প্রাইভেট কার থেকে নগদ ১০ লক্ষ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে এই আটকের ঘটনা ঘটে। আটককৃতরা দাবি করেছেন, এই বিপুল পরিমাণ অর্থ শরীয়তপুরের এক উপ-সহকারী প্রকৌশলীকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।


বিজ্ঞাপন

​পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালীন ঢাকা মেট্রো-গ ৩৭-৬৮৪১ নাম্বারের একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগে দুটি খামে মোট ১০ লক্ষ টাকা পাওয়া যায়।

আটককৃতরা হলেন শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মো: মনির হোসেন (৪০) এবং মাদারীপুর জেলার সদর থানার চর খসরু গ্রামের মোশারফ হোসেন (৬০)। মোশারফ হোসেন বর্তমানে শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগে পিয়ন হিসেবে কর্মরত আছেন।


বিজ্ঞাপন

​জিজ্ঞাসাবাদে আরোহী মোশারফ হোসেন প্রথমে অসংলগ্ন কথাবার্তা বললেও পরে স্বীকার করেন যে, টাকাগুলো সাজ্জাদ হোসেন নামে একজন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে (উপ-সহকারী প্রকৌশলী) দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। তবে এই বিপুল পরিমাণ টাকার উৎস বা বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। সন্দেহভাজন হিসেবে পুলিশ টাকা ও ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করেছে।


বিজ্ঞাপন

​গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত দুজনকে বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই টাকার প্রকৃত মালিক কে এবং এটি কোনো অবৈধ লেনদেনের অংশ কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা প্রকৌশলীর পরিচয় ও সম্পৃক্ততা নিশ্চিত করতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *